অধ্যবসায়ীর সাফল্য অনিবার্য

0
814

“অধ্যবসায়” শব্দের আভিধানিক অর্থ অবিরাম সাধনা বা ক্রমাগত চেষ্টা। যে কোন কাজে সাফল্য লাভের জন্য অধ্যবসায় অপরিহার্য। পৃথিবীতে যে ব্যক্তি অধ্যবসায়ী তার জীবনে সাফল্য অনিবার্য। অধ্যসায়ের ফলেই মানুষ পৃথিবীকে উৎকর্ষের চরম শিখরে পৌঁছে দিতে পারছে। অধ্যবসায় মানবজীবনের সংগ্রামের মূল প্রেরণা। অধ্যবসায়ের গুণেই মানুষ বড় হয়, অসাধ্য সাধন করতে পারে। রেডিও সৈকতের শিক্ষাঙ্গন অনুষ্ঠানের জন্য আমরা গিয়েছিলাম কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কথা বলি সিনিয়র সহকারী শিক্ষক জনাব সোহেল ইকবাল স্যারের সাথে। তিনি বলেন, জীবনে প্রতিটি স্তরে অধ্যবসায়ের ভূমিকা অনস্বীকার্য । ছ্ত্রা জীবনে সফলতা অর্জনে অধ্যবসায়ের মূল্য অপরিসীম। ছাত্রজীবনে অধ্যবসায়ের প্রয়োজন সর্বাধিক। ছাত্ররা সমাজের ভবিষ্যৎ সোপান। অল্প মেধাশক্তিসম্পন্ন ছাত্রও অধ্যবসায়ের জন্য সাফল্য লাভ করতে পারে। কাজেই অকৃতকার্য ছাত্রছাত্রীর হতাশ না হয়ে পুনরায় দ্বিগুণ উৎসাহে অধ্যয়নে মনোনিবেশ করা উচিত । বিঞ্জানী গ্যালিলিও, মাইকেল ফ্যারাডে, লুই পাস্তুুর, মাদাম কুরি, নিউটন, আইনাস্টাইন প্রমুখের জীবনেও এসেছে প্রতিকূলতার আঘাত, কিন্তু তারা জীবনে সফল হয়েছেন অধ্যবসায়ের জন্য। মাইকেল অ্যাঞ্জেলো, লিওনার্দো দ্যা ভিঞ্চির মতো শিল্পীর জীবনও নানা রকম ঘাত প্রতিঘাতে হয়েছে সংক্ষুব্ধ। কিন্তু অধ্যবসায়ের জন্যই তারা জীবনে সফলতা পেয়েছেন। অধ্যসবসায়ী ছিলেন বলেই স¤্রাট নেপোলিয়ান দৃঢ়কন্ঠে বলেছিলেন “অসম্ভব” শব্দটি কেবল নির্বোধের অভিধানেই পাওয়া যায়। স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস অধ্যবসায়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইংরেজদের সাথে ছয়বার যুদ্ধে পরাজিত হওয়ার পর তিনি ভগ্নহৃদয়ে বনে পালিয়ে যান। একদিন তিনি গুহায় দেখতে পান একটি মাকসড়সা ছয়বার স্তম্ভ থেকে পড়ে গিয়ে সপ্তম বারের চেষ্টায় স্তম্ভের গায়ে উঠতে সমর্থ হয়। এ দৃশ্য তাকে প্রেরণা জোগায় । তিনি পুনরায় সৈন্য সংগ্রহ করে শত্রুর হাত থেকে স্বদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করতে সক্ষম হন। ছাত্র জীবনে অধ্যবসায়ের প্রয়োজনীয়তা অপরিসীম। শিক্ষাজীবনে ছাত্ররা অধ্যবসায়ী হয়ে জীবনে সর্বোচ্চ সফলতা ছিনিয়ে আনবে এই প্রত্যাশা থাকবে রেডিও সৈকতের ।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here