আলোচনা অনুষ্ঠান ‘যবু ক্ষমতায়ন’

0
682

[et_pb_section fb_built=”1″ admin_label=”section” _builder_version=”3.22″][et_pb_row admin_label=”row” _builder_version=”3.25″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat”][et_pb_column type=”4_4″ _builder_version=”3.25″ custom_padding=”|||” custom_padding__hover=”|||”][et_pb_text admin_label=”Text” _builder_version=”3.27.4″ background_size=”initial” background_position=”top_left” background_repeat=”repeat”]

পিছিয়ে পড়া সম্প্রদায়ের যুব ও যুব নারীদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকার কর্তৃক গৃহিত ভিবিন্ন কর্মসূচি আছে। স্থানীয় পর্যায়ে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান / অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, প্রশিক্ষণসমূহ এবং ঋণসুবিধা ভোগীদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান “যবু ক্ষমতায়ন”। আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, প্রশিক্ষক কর্মী লাইজু বেগম এবং প্রশিক্ষনার্থী সাকিয়া আক্তার। বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে রমেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সেলাই প্রশিক্ষনসহ ভিবিন্ন প্রশিক্ষন ও সহযোগিতা করে থাকেন। তিন মাস অন্তর অন্তর নতুন কোর্স শুরু করেন। প্রশিক্ষনার্থীদের মধ্যে কেউ মেধাবী এবং দরিদ্র হলে, তাদের জন্য বিশেষ সাহায্যের ব্যাবস্থা করে থাকেন। প্রশিক্ষক কর্মী লাইজু বেগম বলেন, আমিও একদিন এই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকেই প্রশিক্ষন গ্রহন করছি। এখন আবার এখানেই আমি প্রশিক্ষন দিয়ে থাকি। যতই পারিপাশ্বিক সমস্যা হোক নাকেন, সব মেয়েদের উচিত এই সব প্রশিক্ষন গ্রহন করা। প্রশিক্ষনার্থী সাকিয়া বলেন, সেলাই কাজ, বাটিক বা বুকিকের কাজ শিখা প্রতিটা মেয়ের জন্যই জরুরী। কেননা, এই কাজ কখনো ফালা যায় না। নিজের জন্য হলেও সব সময়ই প্রয়োজন।অনুষ্ঠানটির উপস্থাপনায় তাসপিয়া এবং প্রযোজনায় মৌসুমি মনিষা। প্রচারিত হয়েছে (২ জুন, বুধবার) বিকাল ৫:৪০ মিনিটে। শুধু মাত্র রেডিও মেঘনা ৯৯.০ এফএম ।

[/et_pb_text][/et_pb_column][/et_pb_row][/et_pb_section]

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here