কৃষি বিষয়ক অনুষ্ঠান

0
398

বর্তমানে কৃষি কাজে ছোঁয়া লেগেছে আধুনিক কৃষি যন্ত্রপাতির। এতে করে যেমন সময় কম লাগে তেমনি কমে এসেছে শ্রমিকের শ্রম। কক্সবাজারের প্রান্তিক এলাকার কৃষকরাও বলছেন এর উপকারিত। সেচ সুবিধা, পাওয়ার টিলার এমনকি ধান রোপন, ধান কাটা এবং মাড়াইয়ের কাজেও ব্যবহার করা হয় আধুনিক যন্ত্রপাতি। এতে করে উপকৃত কৃষকরা। কৃষির এমন সব বিষয়ে নিয়ে প্রচার করা হয় কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘কৃষাণ কৃষাণী’। শুনতে কান পাতুন শুধুমাত্র রেডিও সৈকত ৯৯.০ এফএম এ।

ম্যাগাজিনটি প্রচারিত হয়েছে টিআরফান্ডের সহযোগিতায় এবং কোস্ট ফাউন্ডেশন ও রেডিও সৈকতের যৌথ প্রযোজনায়।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here