পারিবারিক একটু সার্পোটে প্রতিটা নারীর পথচলা হতে পারে সহজ

0
610

শামীমা ইসরাত একজন সফল নারী উদ্যোক্তা। পারিবারিক সহযোগিতায় ব্যবসায় আসা সকল প্রতিকুলতা, বৈরী পরিস্থিতি অতিক্রম করেছেন। ছোট বেলা থেকে তার ইচ্ছে ছিল নিজ উদ্যোগে কিছু করবেন। শৈশবে তিনি উৎসাহিত হয়েছিলেন মায়ের কাজ দেখে। অবসর সময়ে তার মা নাইলেন দিয়ে সোফা,মোড়া, হাতের ব্যাগ ইত্যাদি তৈরী করতেন। মায়ের কাজগুলো থেকে অনুপ্রাণিত হয়ে তিনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনেছিলেন। বর্তমানে তিনি প্রতি মাসেই লক্ষাধিক টাকা উর্পাজন করেন।
শুরু থেকে এই পর্যন্ত আসতে তাকে অনেক প্রতিকুলতা সম্মুখীন হতে হয়েছে। এই প্রতিকুলতা পার হয়ে আসতে সব সময় তার পাশে ছিলেন তার পরিবার এবং স্বামী। তাদের সাহায্য ব্যাতীত এই দূর্গম পথ পাড়ি দিয়া তার পক্ষে সম্ভব ছিলনা।
তিনি সমাজের বেকার নারীদের উদ্দেশ্যে বলেছেন যত বাধা বিপত্তি আসুক তা মোকাবেলা করে প্রতিটি নারী যেন স্বাবলস্বী হয়। অন্তত নিজেদের ব্যাক্তিগত খরচ যেন নিজেরো চালায়তে পারে। প্রতিটি নারী স্বাবলম্বী হোক এই প্রত্যাশা রেডিও সৈকতের।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here