আত্নতৃপ্তির সন্ধান করতেই স্বেচ্ছাসেবী হয়ে উঠা শারমিন আক্তার মৌনির
তরুনদের নিয়ে রেডিও সৈকতের বিশেষ অনুষ্ঠান নবীন প্রাণ-এ তুলে ধরা হয় সমাজে তারুণ্যের ভূমিকা। এবারের পর্বে আমন্ত্রিত ছিলেন Volunteer for Bangladesh কক্সবাজার শাখার সভাপতি।
তিনি বলেন স্বেচ্ছাসেবামূলক কাজে আত্নতৃপ্তি মেলে। সেই সাথে যখন তার ভালা কাজে অন্যরা অনুপ্রাণিত হয় তখন কাজের গতি আরও বেগবান হয়ে যায়। তাছাড়া তিনি আরও বলেন, সমাজ আমাদের সব সময় দিয়ে যাবে আমরা সমাজের জন্য কিছু করবনা তা সম্ভব নয়। আমাদেরও সমাজের জন্য কিছু করতে হবে। আর তা আমরা স্বেচ্ছাসেবী কাজের মাধ্যমে করতে পারি।
পড়ালেখা এবং ব্যক্তিগত দায় দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনের এই মনোভাব গড়ে উঠুক সব তরুনদের মাঝে, এই প্রত্যাশা রেডিও সৈকতের। ... See more