“কোন রকম পুজিঁ ছাড়াই উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করেন রওনকস কুক আর্টসের স্বত্বাধিকারী “রওনক আরা”
উদ্দোক্তাদের নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রেরণার সন্ধানে আমরা গিয়েছিলাম রওনকস কুক আর্টসের স্বত্বাধিকারী রওনক আরার কাছে। তিনি বলেন- বর্তমানে আমি চট্টগ্রামের ঐতিহ্যবাহি খাবার নিয়ে কাজ করি। কিন্তু শুরুর দিকে আমার স্বামী বাসায় একটি তাল এনেছিল , আমি তা দিয়ে কিছু তালের পিঠা বানিয়ে পেইজে পোষ্ট করি। কোন রকম পুজিঁ ছাড়া আমি আমার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করি। প্রথম দিনে আমার পেইজে সাতশ টাকার অর্ডার আসে। তার পর আমার আর পিছনে ফিরে তাকানোর প্রয়োজন পড়ে নাই।
এগিয়ে যাবার জন্যে খুব বেশী আড়ম্বর আয়োজনের প্রয়োজন হয়না। ইচ্ছে শক্তির জোরেই সুযোগ সৃষ্টি করে আপনিও হোন স্বাবলম্বী। আপনার গল্প শোনোতে আমরা আসবো আপনার কাছে।
প্রতিবেদন প্রস্তুতকারী: আনিকা তাসনিম তাপসী। ... See more