বই পড়া মানুষের কল্পনার জগৎ বাড়ায়।

0
679

বই মানুষের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু। বই পড়ার অভ্যাস মানুষকে স্বশিক্ষিত করে তোলে। বিশে^র সকল গুনী ব্যক্তিদের কথা, জীবনাচরন জানতে পারি বই পড়ার মাধ্যমে। ফলে আমাদের মনোজগতের কল্পনা শক্তি বৃদ্ধি পায়। আমাদের নতুন করে জানার আগ্রহ ও মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায়।
শিক্ষাঙ্গন অনুষ্ঠানের জন্য রেডিও সৈকতের পক্ষ থেকে গিয়েছিলাম কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে। কথা বলি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জনাব পার্থ প্রতীম পালের সাথে। তিনি বলেন, “বই পড়ার গুরত্ব অপরিসীম। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ এবং প্রফুল্ল রাখে তেমনি বই মনের খোরাক জোগায়। বই পড়ার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। বই মনন জগতের কল্পনা শক্তি বৃদ্ধি করে। নতুন করে জানার ইচ্ছে বৃদ্ধি পায়। নৈতিকতা, মূল্যবোধ সৃষ্টিতে বই পড়ার গুরত্ব অপরিসীম। বই শিক্ষাথীকে স্বশিক্ষিত হতে সাহায্য করে। যে বই পড়ে সে যে কোন বিষয়ে অন্যের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারেন। বই পড়ার আগ্রহ তৈরীতে পরিবারের ভূমিকাও অত্যন্ত গুরত্বর্পূন। এই আগ্রহ তৈরীতে মা বাবা ইতিবাচক ভূমিকা রাখতে পারেন।”

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here