কক্সবাজারের নারী আলো ছড়াচ্ছে বহ্নিশিখা হয়ে

0
657

সভ্যতার অভাবনীয় সাফল্যের পেছনে নারী ও পুরুষের সমান অবদান অনস্বীকার্য। নারীকে বাদ দিয়ে পুরুষের একক অংশগ্রহণের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কল্পনা করা যায় না। আজকের অনুষ্ঠানে এমনই একজন অদম্য নারী আছেন যিনি জীবনের নানা চড়াই উঁতরাই পেরিয়ে অস্বচ্ছল পরিবারের হাল ধরেছেন।নারীর ক্ষমতায়ন ব্যপক অর্থে একজন নারীর স্বকীয়তা, নিজস্বতা, সর্বোপরি স্বয়ং সম্পূর্ণতার বিকাশকে বোঝায়। নারী পুরুষের মধ্যকার অসমতা ও বৈষম্য দূও কওে নারীকে পুরুসের সমকক্ষে প্রতিষ্ঠিত করাই হলো- নারীর ক্ষমতায়ন।
এগিয়ে যাবার দৃঢ়তা প্রতিফলিত হয়েছে তার প্রতিটি কথায়। কর্মসংস্থানের সুযোগ তৈরী করে সুবিধাবঞ্চিত নারীদেও নিয়ে সমাজের বেকারত্ব নিরসনের তার এই ইচ্ছা পূর্ণ হোক এই প্রত্যাশা থাকবে রেডিও সৈকতের।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here