আমাদের সমাজে একজন নারীকে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। নারীর পুরো জীবনটাই সংগ্রাম এর। ঘর থেকে কর্মক্ষেত্র সামলানোর পাশাপাশি সর্বস্তরে দক্ষতার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছেন আজকের নারীরা। শুধু নিজের অবস্থার উন্নতি করে থেমে থাকেননি, পরিবার, সমাজ তথা দেশকে এগিয়ে নিতে তারা কাজ করছেন। কিন্তু সমাজে এখনো অনেক নারী আছে যারা সমাজে কিংবা পরিবারে নানা রকম সহিংসতার শিকার হয়। অনেক কষ্ট সয়ে তারা স্বাবলম্বী হন। অনেক অভিযোগ, ক্লান্তি, না পাওয়া ভুলে সেই নারীরা এগিয়ে যাচ্ছেন জীবনে, ভোরের আলোয় শুরু করে যাচ্ছেন সংগ্রাম। রেডিও সৈকতের বহ্নিশিখা অনুষ্ঠানের জন্য আমরা যাই এমনি একজন অদম্য নারীর কাছে। তিনি কক্সবাজারের খুরুলিয়ার বাসিন্দা নারী উদ্যোক্তা-চন্দ্রিমা র্শমা। তিনি বলেন, তার শৈশব থেকেই স্বপ্ন ছিলো স্বাবলম্বী হওয়ার। কিন্তু শুরুতেই পেয়েছিলেন সামাজিক বাধা। সমাজের কিছু মানুষ অযাচিত ভাবে তার কাজে বাধা দিত। কিন্তু আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা শক্তির কারনে পারিবারিক, সামাজিক, সকল প্রতিবন্ধকতা অতিক্রম করে একজন সফল উদ্যোক্তা হয়েছেন তিনি। তার জীবনের ঘুরে দাড়ানোর ঘটনাটি আমাদের অনুপ্রেরনা হোক এই প্রত্যাশা থাকবে রেডিও সৈকতের। ব্যর্থতা, পরাজয় অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়াই জীবনের ধর্ম। তাহলেই একদিন আসবে বড় অর্জন ও সফলতা।