কক্সবাজারের রন্ধনশিল্পী নারীদের এগিয়ে যাওয়ার প্রেরণা শাহরিন

0
814

নারী মানে রান্নাঘর, নারী মানে সন্তান লালন পালন, নারী মানে ঘর বন্ধী এমন চিন্তা থেকে বের হওয়ার সময় এসে গেছে। আজকে আমরা কথা বলছি এমন একজন নারীর কথা যিনি কক্সবাজারের নারীদের একজন আইডল বললে বেশি ভুল হবে না।
বলছি শাহরিন জাহান ইফতার কথা। শাহরিন জাহান ইফতা তার ছোট সন্তান অল্প সময়ে মারা যাওয়ার পর ভেঙ্গে পড়লে তার স্বামীর সহযোগিতায় তিনি সামনের দিকে এগিয়ে যান। তিনি যখন অনেক বেশি ভেঙে পড়েন সেখান থেকে বের হয়ে আসার জন্য তিনি নিজেকে ব্যস্ত রাখার পথ খোঁজেন। তিনি প্রথমেই শুরু করেন একটি রান্নার পেইজ দিয়ে যেখানে কক্সবাজারের নারীরা তাদের মজার মজার রান্না গুলো শেয়ার করেন। আর এভাবেই নিজের জন্য কিছু একটা করার চিন্তা থেকেই তার উদ্যেক্তা হয়ে উঠা। এখন তিনি কাজ করছেন হোমমেইড খাবার নিয়ে। Shahrin’s Cuisine & Bake তার পেইজের নাম। বার্থ ডে থেকে শুরু করে অনেক অনুষ্ঠানে তিনি খাবারের অর্ডার পেয়ে থাকেন। ইফতার উদ্যেক্তা জীবনে খুব বেশি বাধার সম্মুখীন হতে হয়নি বলে তিনি জানান। তার স্বামী এবং তার পরিবারের সহযোগিতায় তিনি আজ অদম্যের মতো এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। ইফতার মতো সব নারীরাই তাদের পরিবার এবং জীবন সঙ্গীর সাথে এগিয়ে যাক সামনের দিকে, সেই প্রত্যাশা রেডিও সৈকতের।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here