আমরা বর্তমান বিশ্বের আলোচিত তথ্য ওমক্রিণ সর্ম্পকে জানব ।সারা পৃথিবীতে এখন দেখা যাচ্ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন, যা সৃষ্টি করেছে সবার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা।গত ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্যসংস্থার তথ্য মতে সার্র্স কভ-২ ভাইরাসের নতুন আরেকটি ধরনের। সার্স কভ-২ ভাইরাসটির জিনোম সিকোয়েন্স হওয়া দুই ডজনের অধিক মিউটেশন আমাদের ভাবিয়ে তুলেছে বটে, কিন্তু তা কোনোভাবেই উৎকন্ঠার নয়। অমিক্রনের আবির্ভাব এমন এক সময় হয়েছে যখন অনেক দেশেই ২৫ শতাংশ থেকে ৯০ শতাংশ টীকা প্রদান হয়ে গেছে। বাংলাদেশও অনেকদূর এগিয়েছে। ফলে টীকাগ্রহীতাদের মনে কিছুটা হলেও সাহস সঞ্চার হয়েছে।টিকার ২টি ডোজ নেয়ার পরও এই ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ,অতএব নিজেকে সুরক্ষিত রাখতে হলে সচেতন হওয়ার দাযিত্বটাও আপনাকেই নিতে হবে।