মর্জিনা বেগম এখন কৃষি কাজ করে স্বচ্ছল

0
821

বাংলাদেশে কর্মসংস্থানের সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রায় নারীর অবদান উল্লেখযোগ্য। গ্রামে বসবাসরত প্রতিটি নারীই নিজ নিজ পরিবারে কৃষি ও কৃষিকাজের সাথে জড়িত। প্রত্যক্ষভাবে কৃষিখামার কিংবা কৃষিজমিতে কাজ করা নারীর সংখ্যা কম হলেও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক নারীকে এই খাতে শ্রম দিতে হয়। আজকের পর্বে তুলে ধরেছি, কৃষিতে নারীর অবদান নিয়ে এমনি কিছু দৃষ্টান্ত। গিয়েছিলাম কক্সবাজার জেলার দক্ষিণ সোনাপাড়ায়। কথা বলি ৪০ বছর বয়সি মরজিনা বেগমের সাথে। বলেন, ঘরের কাজের পাশাপাশি কৃষি কাজও করে আসছি ১৮ বছর ধরে। আগে গ্রামীণ সমাজে পুরুষরাই মাঠে কৃষি কাজ এবং নারীরা রান্নাবান্না আর সন্তান লালনপালন নিয়েই ব্যস্ত থাকতো। বর্তমানে প্রত্যক্ষভাবে কৃষিকাজে এগিয়ে এসেছে নারীরা। তিনি আরো বলেন, পুরুষের সঙ্গে সমান তালে রবিশস্য উৎপাদন, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, সবজি ও মৎস্য চাষ, বনায়ন এসব কাজে আমি অবদান রাখছি। এখন বর্তমানে আমার ক্ষেতে শীতকালিন সবজী টমেটোর চাষ করে সফলতার মুখ দেখেছেন।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here