সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা/মোচা’ মোকাবেলায় জেলা প্রশাসন, কক্সবাজার-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা।
জেলা প্রশাসক, কক্সবাজার জনাব মুহম্মদ শাহিন ইমরান-মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বিভীষণ কান্তি দাশ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জনাব মোঃ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার জনাব জসিম উদ্দিন চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের নিজ কর্মস্থলে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা, স্বেচ্ছাসেবক ও মেডিকেল টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও ১২ মে’র মধ্যে চাষীরা যাতে মাঠ থেকে পাকা ধান ও লবণ ঘরে তোলে, সে বিষয়ে কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বিসিক, কক্সবাজার-কে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।