তাকে বইপ্রেমী কেন বলছি? চলুন জানা যাক।
কক্সবাজার নাজিরারটেক এলাকার উদ্যেক্তা মোহাম্মদ আজিজ উদ্দিন ২০১৪ সালে তিনি স্ব-উদ্যেগে কাজ করা শুরু করেন। তার দোকানে কিছু বই নিয়ে ছোট লাইব্রেরির মত করা হয়েছে। দোকানে বই রাখার কারন জানতে চাইলে তিনি বলেন সবার বই পড়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। বই পড়ার ফলে মানুষের জ্ঞানের প্রসার ঘটে। দোকানে আসা সব ক্রেতাদের অন্তত এক লাইন পড়ে যাওয়ার জন্য অনুরোধ করেন তিনি। তার এই অভিনব উদ্যোগ আসলে খুব প্রশংসনীয়।
২০১৯ এ করোনার লকডাউন শুরু হলে তিনি তার বড়ভাইয়ের হাত ধরে নতুন করে শুরু করেন অর্গানিক শুটকি শুকানোর কাজ। ২০২২ সালের শেষের দিকে এসে কোস্ট ফাউন্ডেশনের “ইকো-ট্যুরিজম” এর সাথে যুক্ত হন। তিনি বলেন “ পড়ালেখা করে চাকরির জন্য বসে না থেকে নিজের স্বল্প পুঁজি দিয়ে যেকোন কাজ শুরু করতে পারলে ধীরেধীরে সফলতা আসবে। তবে কোন কাজ শুরু করার আগে অবশ্যই ঐকাজ সম্পর্কে সঠিক ভাবে তথ্য নিয়ে কাজ শুরু করতে।