লিঙ্গ সমতা এবং নারী নির্যাতন বিষয়ে সুশীল সমাজের মানুষের অভিমত জানতে কথা হয় কক্সবাজার সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুনমুন দাশ এর সাথে। তিনি বলেন, একজন মা তার ছেলে-মেয়েদের যেভাবে বড় করেন, বড় হয়ে সেই শিক্ষাটাই প্রতিফলিত হয়। যদি একজন মা তার ছেলে সন্তানকে ছোটবেলা থেকে মেয়েদের সম্মান করা এবং সংসারের কাজ করা মেয়েদের একার দায়িত্ব না সেটি বুঝাতে সক্ষম হন তাহলে নারী আর পুরুষের মধ্যে লিঙ্গ সমতা আনা সময়ের ব্যাপার।
তিনি আরো বলেন, সংসারে একজন নারী সদস্যকে অন্য নারী সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। মেয়েরা যদি মেয়েদের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে নারী নির্যাতনের হার কমে আসবে বলে তিনি মনে করেন।
সমাজে লিঙ্গ সমতা এবং নারী নির্যাতনের হার শূণ্যতে নেমে আসুক এই প্রত্যাশা রেডিও সৈকতের।