রেডিও সৈকত টিম কিশোরী এবং তাদের অভিবাবকদের নিয়ে রোহিঙ্গা এবং স্থানীয়দের মাঝে নিরাপদ সহাবস্থান বৃদ্ধির লক্ষ্যে রেডিও শ্রোতাক্লাব গঠন করে উখিয়া জালিয়াপালং এর উত্তর সোনারপাড়া ৩নং ওয়ার্ড এলাকায়। এসময় রেডিও সৈকতের কর্মীরা শ্রোতাক্লাবের সদস্যদের সাথে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গে কথা বলেন। স্থানীয়রা রোহিঙ্গাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেরা কিভাবে ভালো থাকবে সেবিষয়ে রেডিও সৈকত টিম বিভিন্ন পরামর্শ প্রদান করে। সেই সাথে তাদের রেডিও সৈকতের সচেতনতামূলক অনুষ্ঠান এবং রেডিও সৈকতের অনলাইন প্লাটফর্ম সম্পর্কে জানানো হয়।
রেডিও সৈকত ৯৯.০ এফএম শুনুন প্রতিদিন সকাল ৭টা থেকে ৯টা, দুপুর ২টা থেকে বিকেল ৪টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা।