ঝিরঝিরি পাড়ায় আশার আলো

0
48

কক্সবাজারের কলাতলী ঝিরঝিরি পাড়া। এই পাড়াটি কক্সবাজারের সদরে অবস্থিত হলেও এই এলাকার অধিকাংশ মানুষের কাছে শিক্ষার আলো পৌঁছায়নি। অসচেতনতা ও দারিদ্র্যের যাতাকলে পিছিয়ে পড়ছে তারা। ফলে এলাকায় বাল্যবিবাহ, অকালে স্কুল থেকে ঝরে পড়া, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়াসহ নানা সামাজিক, মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। কিছুদিন আগে ঝিরঝিরি পাড়া এলাকায় একজন কিশোরীকে তাদের পরিবার বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করে। খবরটি লিসেনার ক্লাবের সভাপতি সাফিয়া খাতুন জানা মাত্রই কয়েকজন ক্লাবের সদস্য নিয়ে বাল্যবিবাহ রোধ করেন এবং বাল্যবিবাহের ফলে কী কী অসুবিধা হয় সেগুলো তুলে ধরেন। রেডিও সৈকত কলাতলী ঝিরঝিরি পাড়ায় তিনটি ক্লাব গঠন করেছে। রেডিও সৈকত টিম প্রতিনিয়ত এই এলাকায় বিভিন্ন সচেতনতামূলক প্রচার চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাল্যবিবাহের ফলে কী হতে পারে এবং মেয়ে-ছেলে উভয়ের কেন পড়ালেখা জরুরি, শিশুর সুরক্ষায় কী করা প্রয়োজন এই সব বিষয়ে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য জানানো হচ্ছে। বর্তমানে ঝিরঝিরিপাড়ার মানুষ অনেকটা সচেতন হয়েছে এবং বাল্যবিবাহ ও ছেলে-মেয়েদের শিক্ষার ব্যাপারে তাদের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। রেডিও সৈকত টিম কলাতলী ঝিরঝির পাড়ার মহিলা শ্রোতাক্লাব পরিদর্শন করে জানতে পারে, বাল্যবিবাহ বিষয়ক নানা অনুষ্ঠান শুনে এবং রেডিও সৈকত টিমের সাথে এলাকার মানুষের বাল্যবিবাহ বিষয়ক নানা সচেতনতামূলক আলোচনার কারণে বর্তমানে তাদের এলাকায় কোনো বাল্যবিবাহ দেখলে তারা রুখে দাঁড়াচ্ছেন। রেডিও সৈকতের প্রচারণার ফলে ঝিরঝিরি পাড়ায় বাল্যবিবাহ রোধ করা সম্ভব হচ্ছে যা রেডিও সৈকতের জন্য বড় প্রাপ্তি।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here