তথ্য প্রযুক্তির এগিয়ে চলার সাথে তাল মিলিয়ে পরিবর্তন হচ্ছে মানুষের জীবন। মানুষের জীবনযাত্রায় ডিজিটাল রুপান্তর ঘটার ফলে একদিকে সমাজে ভালো পরিবর্তন আসছে, আবার অন্যদিকে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির অপব্যবহার করে হয়রানির ঘটনাও ঘটছে। এই বিষয়কে উপজীব্য করে বিএনএনআরসি আয়োজিত ট্রেনিং এর ধারাবাহিকতায় রেডিও সৈকত ট্রেনিং এর আয়োজন করে যেখানে নিজস্ব ব্রডকাস্টাররা অংশগ্রহণ করে ।
ট্রেনিং এ ডিপফেকসহ অন্যান্য এআই প্রযুক্তির অপব্যবহারের বিষয়, সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের ধরণগুলো আলোচিত হয়। এবং এর মাধ্যমে লিংগভিত্তিক সহিংসতার ধরণ ও ঘটনা আলোচনায় উঠে আসে।
কোঅর্ডিনেটর গুলফান আরা হুরী বলেন, সাইবার বুলিং ও হ্যারেসমেন্ট এখন খুব কমন অপরাধ, সেইসাথে আছে ভূয়া লিংক এর মাধ্যমে হ্যাকিং এর ঘটনা। প্রযুক্তির এই ক্ষতিকর দিক নিয়ে সচেতনতা জরুরি। অ্যাসিসটেন্ট প্রোগ্রাম প্রডিউসার সাদিয়া নিপা ও লিসেনার ফিডব্যাক অফিসার উম্মে হানি জেরিন এই সমস্যা প্রতিরোধে লিগাল এইড, পুলিশি সহায়তার হটলাইন নাম্বারগুলো প্রচারের জন্য পিএসএ ও রেডিও প্রোগ্রাম তৈরির পরামর্শ দেন।
সর্বোপরি, বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক হওয়ার বিকল্প নেই, তবে এই অন্ধকার দিকগুলো প্রতিরোধ ও এসবের প্রতিকার সম্পর্কেও জানতে হবে।