‘দেশ আমার, কাজ আমার, ব্যবসা আমার’- নারী উদ্যোক্তাদের পথিকৃৎ জাহানারা ইসলাম।

0
876

বর্তমানে বাংলাদেশে মোট উদ্যোক্তার ৩১.৬ শতাংশ নারী। স্বল্প আয়ের দেশে নারীরা ব্যবসার সুযোগ পেয়ে নয়তো প্রয়োজনের তাগিতে উদ্যোক্তা হচ্ছেন। বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন। রেডিও সৈকতের প্রেরণা অনুষ্ঠানের জন্য আমরা গিয়েছিলাম সার্কিট হাউজ বাসিন্দা জাহানারা ইসলামের কাছে। ১৯৮০সালে জাহানারা ইসলাম মাত্র ২ হাজার টাকা নিয়ে তার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বুনেছিলেন। প্রথমে ২ হাজার টাকা দিয়ে একটি গবাদি পশু ক্রয় করে উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু করা জাহানারা ইসলাম আজকে ২২টা সেক্টর নিয়ে কাজ করেন। তিনি বলেন উখিয়াতে তার একটা নার্সারিতে ফলজ-বনজ মিলে ১৭ হাজার গাছ রয়েছে। তাছাড়া তিনি মাছ চাষ, মাশরুম চাষ ও পশুপাখি পালন করেন। তিনি গবেষণা করে বিভিন্ন প্রসাধনী সামগ্রী তৈরী করেছেন। বর্তমানে তিনি আরো কিছু গবেষণা করে যাচ্ছেন। তার মাধ্যমে হাজারো পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন দেশ আমার, কাজ আমার, ব্যবসা আমার, আমি যা করব হালাল রোজগার করব। এই কথাটি যদি সবাই মনে রাখেন তাহলে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন।
৮০এর দশকে যদি একজন নারী সকল বাধা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হতে পারেন তবে বর্তমানের নারীরা কেন নয়।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here