কক্সবাজারের পর্যটন খাতে এবার যুক্ত হচ্ছে হেলিকপ্টার ভ্রমণ । ফ্লাই টেক্সসি এভিয়েশন নামের একটি বেসরকারী সংস্থা কক্সবাজারে অল্প খরচে হেলিকপ্টার চড়া এবং পাখির চোখে পর্যটন নগরী কক্সবাজার ঘুরে ঘুরে দেখার সুযোগ করে দিচ্ছে ।
এতে মাত্র সাড়ে ৫ হাজার টাকায় হেলিকপ্টারে আনন্দভ্রমণের ব্যবস্থা থাকছে। আগামী ১ জুলাই ইনানী সী পার্ল সংলগ্ন স্থানে এই সার্ভিসটির শুভ উদ্বোধন করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। কক্সবাজারের আগত ভ্রমণপিপাসুদের জন্য এটি আনন্দের নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা ।
সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আরকে রিপন জানান, শুরু থেকে কক্সবাজারের হিমছড়ি, রেজুখাল, ইনানী ও পাটোয়ারটেকে এ সার্ভিস চালু করা হবে এবং খুব শিগগরিই সেন্টমার্টিন সার্ভিস চালু করা হবে। প্রতিজন ৫ হাজার ৫০০ টাকা করে ৫০০ ফুট উপর থেকে একসাথে ৪ জন কক্সবাজার ভ্রমণ করতে পারবেন।
সূত্রঃ বার্তাকক্ষ, বাংলাদেশ বেতার কক্সবাজার।