প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাপনের গল্প নিয়ে রেডিও সৈকতের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘তারার আলো’। তারার আলোর খোঁজে আমরা গিয়েছিলাম কক্সবাজার বৈদ্যঘোনা এলাকায়। খোঁজ পাই এমনই একজন শিশু প্রান্ত দাশের। প্রান্ত হাঁটতে পারে না। বিষয়টি রেডিও সৈকতের মাধ্যমে জানানো হয় কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কাছে। পরে প্রান্ত দাশের জন্য একটি হুইলচেয়ার দেয়ার ব্যবস্থা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। শিশু প্রান্তের হাঁটতে না পারার প্রতিবন্ধকতা হুইল চেয়ারের মাধ্যমে কিছুটা হলেও ঘুচবে বলে আশা করা যায়। আর এভাবেই একটু একটু করে ঘুচে যাক প্রতিবন্ধকতার গল্পগুলো।