সমাজে প্রতিবন্ধীরা অসহায় ও অবহেলিত। একজন শিশু যখন প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহন করে তখন মা বাবা বা পরিবারের সদস্যদের দুশ্চিন্তার শেষ থাকে না। প্রতিবন্ধিতা শারীরিক হতে পারে, আবার চিন্তার ক্ষেত্রেও হতে পারে।
গিয়েছিলাম কক্সবাজার বিজিবি ক্যম্প এলাকায়। কথা বলি প্রতিবন্ধি ব্যক্তির বোন রেবেকা বেগমের সাথে। তিনি বলেন, জন্মলগ্ন থেকেই কথা বলতে পারেন না ফয়সাল রিয়াদ। তিনি বলেন, সামাজিকভাবেও এরূপ একটি বিশ্বাস আছে যে, প্রতিবন্ধীত্ব একটি অভিশাপ এবং এটি পাপ কাজের শাস্তি।
গর্ভকালীন সময় যে পুষ্টিকর খাবারের প্রয়োজন ছিলো তা খেতে না পারায় তিনি ধারনা করছেন যার জন্য তার গর্ভের সন্তান প্রতিবন্ধী হয়েছে। এছাড়াও অভাবের সংসারে তার চিকিৎসার দায়িত্ব নেওয়া কষ্টকর হয়ে পরে বলে গর্ভকালীন থাকা অবস্থায় ঠিক মতো চেকআপও করাতে পারেনি প্রতিবন্ধি ব্যক্তি রিয়াদের মা।