জন্ম আমার ধন্য হবে মাগো ,আপন করে আমায় যদি তোমার বুকে রাখো। এই হলো একজন প্রতিবন্ধীর মনের কথা। বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে অসামর্থ্যরে কারণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাই হলো প্রতিবন্ধীতা। প্রতিবন্ধী হল এমন এক ব্যক্তি যিনি জন্মগতভাবে বা রোগাক্রান্ত হয়ে বা দূর্ঘটনায় আহত হয়ে বা অপচিকিৎসায় বা অন্য কোন কারনে মানসিকভাবে ভারসাম্য এবং বৈকল্য বা ভারসাম্যহীনতার ফলে স্থায়ীভাবে কার্যক্ষমতাহীন। রেডিও সৈকতের পক্ষ থেকে আমরা কথা বলি একজন প্রতিবন্ধী শিশুর মায়ের সাথে। তিনি বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা চিরকালই সমাজে সবলদের দ্বারা উপেক্ষিত ও অবহেলিত হয়ে আসছে। তারা পারিবারিকভাবেও বৈষম্যের শিকার হচ্ছে। তিনি তার সন্তানের প্রতিবন্ধীতার কারন ও চিকিৎসা সম্পর্কিত বিষয়ে কথা বলেন। এবং সমাজে প্রতিবন্ধী শিশুদের পরিবারের প্রতি আহবান জানান তারা যেন কোন ভাবেই তাদের সন্তানদের অভিশাপ মনে না করে এবং তাদের চিকিৎসা চালিয়ে যায়।
বর্তমানে প্রতিবন্ধীরা সরকারিভাবে ভাতা পাচ্ছে। ২০১০-২০১১ অর্থবছর থেকে প্রতিবন্ধীদের মাসিক ভাতা বৃদ্ধি পায়। প্রতিবন্ধীদের সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার জনে উন্নীত করা হয় এবং মাথাপিছু মাসিক ভাতা ৩০০ টাকা করা হয়।