বর্তমানে অনেক নারী- কিশোরী থাইরয়েড সমস্যায় আক্রান্ত

0
842

থাইরয়েড যেন বর্তমান সময়ে নারী-কিশোরীদেও জন্য একটি সাধারণ রোগে পরিণত হচ্ছে। প্রতি দশজনের মধ্যে প্রায় আটজনকেই কোন না কোনভাবে এই সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে। থাইরয়েড রোগের বৃদ্বি এবং এর থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা জানতে গিয়েছিলাম কক্সবাজারের ডক্টর’স চেম্ভারে। সেখানে কথা হয় গাইনী বিশেষজ্ঞ ডাক্তার “নাজিমা আক্তার” এর সাথে। তিনি বলেন, থাইরয়েড হলেই ভয়ের কিছু নেই।হরমোনের তারতম্যের কারণে এই রোগ হয়ে থাকে। সঠিক এবং নিয়মিত চিকিৎসার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। তিনি আরো বলেন, বিশেষ করে কক্সবাজার অঞ্চলের নারী ও কিশোরীদের তাদেও স্বাস্থ্য সম্পর্কে আরো অধিক সচেতন হওয়া উচিত।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here