অল্প বয়সে গর্ভধারণ অপুষ্টির বড় কারণ কিশোরীদের

0
648

বয়ঃসন্ধি এমন একটা পর্যায় যখন একজন শিশু ধীরে ধীরে প্রাপ্ত বয়স্ক হয়ে ওঠে। এই সময়ে ছেলে- মেয়েদের মধ্যে বড় ধরণের শারিরীক পরিবর্তন আসে, যে কারণে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়।ইউনিসেফের একটি গবেষনায় উঠে এসেছে-বাংলাদেশের কিশোরী মেয়েদের অপুষ্টির পেছনে মূলত দুটি কারণ- পর্যাপ্ত পুষ্টিকর খাবার না পাওয়া এবং অল্প বয়সে গর্ভধারণ।বয়ঃসন্ধীকালীন সময়ে ছেলেমেয়েদের মধ্যে বড় ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তন আসে যে কারনে তাদের প্রতি বিশেষ মনোযোগ দিতে হয়। গবেষনায় দেখা গেছে, বয়ঃসন্ধীকালীন সেবা নিশ্চিতের পাশাপাশি তাদেও মানসিক সক্ষমতা বিকাশের সুযোগ করে দেয়ার নীতি গ্রহণ করা গেলে এই ছেলে মেয়েরা দারিদ্র্য, বৈষম্য ও সহিংসতার চক্র ভেঙে ফেলতে পাওে ।বাংলাদেশের ৩ কোটি ৬০ লাখ কিশোর কিশোরী রয়েছে, যারা এদেশের মোট জনসংখ্যার ২২ শতাংশ। তারপরেও তাদের উপযোগী করে গড়ে তোলার ব্যবস্থা এখনও নি¤œগামী। শুধু সরকার নয়, অভিভাবক তথা সচেতন মহলের সহযোগিতায় নতুন প্রজন্মের মানসিক বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি হোক এই প্রত্যাশা রইলো

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here