বাংলাদেশের প্রতিটি গ্রামে এমনই কৃষকের বাস। ভোরের আলো ফুটতে না ফুটতেই, প্রতিটি কৃষক লাঙ্গল কাধে নিয়ে মাঠের দিকে ছুটতে থাকে। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, অক্লান্ত পরিশ্রম করে সে ফসল ফলায়। ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত চলতে থাকে তার এই পরিশ্রম। এভাবেই মাথার ঘাম পায়ে ফেলে প্রতিটি কৃষক আমাদেরই জন্য উৎপাদন করে যাচ্ছে খাদ্য শস্য ও অন্যান্য কৃষিজাত দ্রব্য।
আমাদেরদেশের কৃষক যারা উদোম গায়ে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে ক্ষেতে ফসল ফলায়, তাদেরজীবনে রয়েছে বিভিন্ন সংকট। এত কষ্ট করেও তাদেরনেই কোন নিজের জায়গা জমি। বসত বাড়িটা উত্তরাধিকার সূত্রে পেলেও , পরিবারের সদস্য সংখ্যা বেশি যার ফলে একসাথে থাকতে অনেক অসুবিধা হয়। ছেলে-মেয়েদেরপ্রাথমিক শিক্ষা দিতে পারলেও , উচ্চতর শিক্ষার জন্য কলেজে পাঠাতে পারেন না। অনি”্ছাসত্বেও সন্তানদের কৃষি পেশায় নিয়োজিত করতে হয়েছে।