জেদকে মানবচরিত্রের একটি মন্দ বৈশিষ্ট্য বলেই জানি আমরা। জেদ ধরে থাকা ভাল নয় এমনটা হরহামেশাই শুনতে পাই বড়জনদের কাছে। তবে যা কম শুনতে পাই অথচ খুব গুরুত্বপূর্ণ তা হলো, জেদ বা দৃঢ় সংকল্প মানুষকে সফল হতে সাহায্য করে। জেদ ও আত্মপ্রত্যয় নিয়ে না এগুলে সফল হওয়া সম্ভব হয়না।
জেদ ও আত্মপ্রত্যয় নিয়ে এগিয়ে কিভাবে সফল হয়েছেন তাসলিমা বেগম সে গল্পই আজ শোনাতে চাই রেডিও সৈকতের মাধ্যমে। ছোট ছিমছাম সংসার নিয়ে কক্সবাজারে গাড়ির মাঠ এলাকায় ভাড়া ঘরে থাকতেন তাসলিমা বেগম। স্বামী সন্তান নিয়ে নির্ঝঞ্ছাট জীবন পার করছিলেন। ঘটনাক্রমে একদিন বাসার বাড়িওয়ালার সাথে সামান্য তিক্ততার সম্পর্ক তৈরী হলো। তিক্ততার সম্পর্ক গড়ালো বৈরিতায়, এবং একদিন বাসাটি ছেড়ে দিলেন। তখনই তিনি জেদ করলেন, তিনিও একদিন এক গন্ডা জমি কিনবেন কক্সবাজারে। সেই থেকে শুরু। আস্তে আস্তে টাকা জমানো শুরু করলেন। স্বামীর অল্প আয়, কিন্তু তাতে দমলেন না। অল্প অল্প করে পুঁজি জমাতে লাগলেন। তিনি চলে গেলেন সমিতিপাড়া এবং সঞ্চয়ের টাকা দিয়ে তিনি এক-দু গন্ডা নয়, কিনলেন ১০গন্ডা জমি। সেই ১০গন্ডা জমির উপর তৈরী করলেন নিজের ঘর এবং দুই ছেলে এক মেয়ে নিয়ে সাজিয়ে নিলেন নিজের সংসার।