১৯৯৫ সালে তার স্বামী তাকে ছেড়ে চলে যায় , তখন তার কোলে ছিল দুই বছরের ছেলে সন্তান। বৈদ্যঘোনা পাড়ার বাসিন্দা রত্না ধর তিনি একজন ফেরিওয়ালা।
তিনি আমাদের জানান, একজনের কাছ থেকে ২০০ টাকা ধার নেন , সেইখান থেকে ১৮০ টাকার জিনিস এবং ২০ টাকার ঝুড়ি কিনে ব্যবসা শুরু করেন। পাইকারি দামে কিনে তা পাড়ায় পাড়ায় বিক্রি করেন। দিনে গড়ে ৫০০ থেকে ১০০০ টাকা আয় হয় । সামাজিক নানা বাধাকে উপেক্ষা করে তিনি জিনিসপত্র করে তাঁর সন্তান মানুষ করেছেন। যেইখানে নারীদের অফিসে কাজ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেই জায়গায় পাড়ায় গিয়ে জিনিস বিক্রি করে আয় করার অদম্য মানসিকতার পরিচয় দিয়েছেন।
সব বাধাঁ পেরিয়ে নারীরা এগিয়ে যাক দূর্বার গতিতে এই প্রত্যাশা রেডিও সৈকতের। আপনার কোন জীবনের গল্প থাকলে আমাদের জানাতে পারেন ০১৭১৩৩২৮৮৩৮ এই নাম্বারে। আপনার গল্প শুনতে আমরা আসব আপনার কাছে।