সুপার সাইক্লোন বা অতি প্রবল ঘূর্ণিঝড় মোখায় ৩৪ ঘন্টা নিরবিচ্ছন্ন সম্প্রচার কার্যক্রম অব্যাহত রাখে রেডিও সৈকত। রেডিও সৈকতে ঘূর্ণিঝড়ের পূর্বপ্রস্তুতির তথ্য শুনে আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন নাজিরার টেক এলাকার ক্ষুদ্র শুটকি ব্যবসায়ী নূর বেগম। দুর্যোগ পরবর্তী মানুষের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করতে গিয়ে কথা হয় নূর বেগমের সাথে। তিনি বলেন ‘রেডিও সৈকত যদি ন’থাকিত’ আঁরা ন’বাঁচিতাম’।