রেডিও সৈকতের শ্রোতা ক্লাব গঠন

0
841

কোস্ট ফাউন্ডেশন ও রেডিও সৈকতের আয়োজনে খুরুশকুল আশ্রয়ন প্রকল্পে, নুনিয়ার ছড়াসহ কক্সবাজরের বিভিন্ন এলাকায় শ্রোতা ক্লাব গঠন উপলক্ষ্যে গণসংযোগ করা হয়েছে। এ সময় প্রতিটি শ্রোতা ক্লাবে একটি করে রেডিও সেট বিনামূল্যে প্রদান করা হয়েছে। যাতে শ্রোতারা রেডিও সৈকতের তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান শুনে উপকৃত এবং আনন্দিত হয়।
বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি, বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের কারণে প্রাণ-প্রকৃতির ক্ষয়-ক্ষতি কমাতে সতর্কবার্তা, দুর্যোগ পূর্ববতী, দুর্যোকালীন ও পরবর্তী করণীয় সর্ম্পকে , কক্সবাজারের কিশোর-কিশোরী, তরুন যুবাদের মধ্যে তথ্য-প্রযুক্তির অবাধ সুযোগকে কিভাবে কাজে লাগানো যায় এসব বিষয় ছাড়াও মোট ১৪টি মৌলিক বিষয়ে অনুষ্ঠান নির্মাণ ও প্রচার করে আসছে রেডিও সৈকত। গণসংযোগ সভায় এসব বিষয়ের উপর সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা করেন, রেডিও সৈকতের সমন্বয়কারী গুলফান আরা হুরি। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী অনুষ্ঠান প্রযোজক সম্পা দাশ এবং কোস্ট ফাউন্ডেশনের কর্মী জুলফিকার হোসেন ও মিজানুর রহমান বাহাদুর। প্রথম পর্যায়ে এই গণসংযোগটি শুরু হয়েছে ২৮ মার্চ, ২০২২, চলবে ২ এপ্রিল, ২০২২ পর্যন্ত।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here