শিশুদের ইন্টারনেট ব্যবহারের উপকারিতা ও বিপদ নিয়ে দিন দিন বিতর্ক বাড়ছে। ভার্চ্যুয়াল জগতের অপার সম্ভাবনা থাকলেও এর অন্ধকার দিক রয়েছে। অনলাইনে শিশুর সাইবার বুলিং, অনলাইনে যৌন নিপীড়ন, জঙ্গিবাদে উদ্বুদ্ধ হওয়া, প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি বাড়ছে। মনোবিদেরা বলছেন, ইন্টারনেট ব্যবহারে সন্তানদের চেয়ে দক্ষতায় পিছিয়ে অভিভাবকেরা। সেই সুযোগে সন্তানেরা মা-বাবাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে।
বই পড়ার গুরুত্ব নিয়ে কথা হয় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হরিপদ রায়ের সাথে। তিনি বলেন, বর্তমান প্রজন্ম ডিজিটাল আসক্তির কারণে বই পড়া থেকে আগ্রহ হারাচ্ছে। এই প্রজন্মের শিশুরা খেলাধুলা না করে ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে ফলে তাদের পড়ালেখা প্রতি দূরত্ব বাড়ছে। তাদেরকে এই ইন্টারনেটের জগৎ থেকে বের করে আনতে সর্বপ্রথম কাজটা পরিবারকে করতে হবে। বর্তমান সময়ে একটি বিষয় সবচেয়ে বেশি দেখা যায় বাচ্চারা খেতে না চাইলে মা-বাবা তাদের হাতে মোবাইল দিয়ে খাবার খাওয়ানোর চেষ্টা করে। যা তাদেরকে মোবাইলের প্রতি আসক্ত করে দিচ্ছে। তাই ছোটকাল থেকে বাচ্চাদের হাতে মোবাইলের পরিবর্তে বিভিন্ন গল্পের বই , বিজ্ঞান বই দেওয়া উচিত। এতে তাদের ডিজিটাল এডিকশনটা কেটে যাবে এবং পড়ার প্রতি আগ্রহী হয়ে উঠবে।