শিশু প্রান্ত স্কুলে যেতে, শিক্ষকদের দেয়া পড়া শিখতে ,সহপাঠিদের সাথে খেলতে ভালোবাসে

0
560

অবুঝ শিশু প্রান্ত মা বাবার বুকের আদরের ধন। শিশু প্রান্ত স্কুলে যেতে ভালোবাসে।
শিক্ষকদের দেয়া পড়া শিখতে, সহপাঠিদের সাথে খেলতে ভালোবাসে।
কিন্তু প্রান্ত হাটতে পারেনা তাই মা বাবার মনের নিরব প্রার্থনা প্রান্ত একদিন হাটতে শিখবে। প্রান্ত একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। প্রতি সপ্তাহে প্রান্তের থেরাপি দিতে হয়। নিয়মিত থেরাপি দেওয়ার ফলে তার মধ্যে অনেক সুস্থতা এসেছে। প্রান্তের বাবা ও মা দুজনেই বললেন, “আমরা প্রান্তের অনেক যতœ নিই। ওর যতেœর ক্ষতি হবে চিন্তা করে আমরা আর কোন সন্তানও নিতে চাইনি। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা প্রান্তের সবরকম চিকিৎসার ব্যবস্থা করেছি। আমরা আশাবাদী যে একদিন আমাদের সন্তান হাটতে পারবে।”
তারা সমাজের সকলের কাছে অনুরোধ করেছেন যেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবহেলা করা না হয়,সবাই যেন তাদের প্রতি সদয় হয়। সমাজের একটি ক্ষুদ্র অংশ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আর সব সুস্থ্য সবল মানুষের মত তাদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। তাই চিকিৎসা ,শিক্ষা ও সুরক্ষার অধিকার থেকে তাদের বঞ্চিত করা যাবে না ।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here