উদ্যোক্তা হওয়ার বাসনা মনের গভীরে অনেকেই লালন করেন। তবে লালিত স্বপ্নকে পেছনে ঠেলতে নানা অজুহাত নিজের মনেই তৈরি করে মানুষ। টাকা নেই, আমাকে দ্বারা ব্যবসা হবে না, বিশ্বস্ত মানুষ পাব কই, পরিবারে ব্যবসা করেনি কেউ, আমি কি পারব? আমার জিনিস কিনবে কে? এসব সাত পাঁচ ভেবে অনেকেই এক ধাপ এগিয়ে আবার তিন ধাপ পিছিয়ে যান। আসলে উদ্যোক্তা হওয়ার মতো সাহস দেখাতে পারে খুব কম মানুষ। আর যারা সাহস নিয়ে এগিয়ে যেতে পারেন তারা হয়ে উঠেন সফল। এমনই একজন মানুষ কক্সবাজার সদর উপজেলার জয়নায়ল আবেদিন। তিনি বলেন, কিছু একটা করার চেষ্টা তার ছোট থেকে। কিন্তু কি করবেন, কিভাবে করবেন তা বুঝে উঠতে পারছিলেন না। পারিপাশ্বিক অবস্থা, বাস্তবতা কিছু কিছু মানুষের সহযোগিতা এবং অনুপ্রেরণায় জয়নাল একটু একটু করে এগিয়ে যেতে থাকেন। ছোট আকারে শুরু করেন জেনারেল স্টোরের দোকান। এরপর আর পিছন ফেরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে তিনি ৩টি দোকান পরিচালনা করেন। এতে কর্মসংস্থানও হয়েছে ১৬-১৭ জন মানুষের। এভাবেই এগিয়ে যেতে যান জয়নাল। তবে তার এই প্রচেষ্টাকে আরো সম্প্রসারিত করতে চান করতে আরো বেশি মানুষের কর্মসংস্থান এমনটা প্রত্যাশা তার।
এমন সব মানুষের এগিয়ে চলার গল্প আমাদের পথ চলায় অনুপ্রেরণা জোগায়। এগিয়ে যাক জয়নাল, সফল হোক মানুষের পরিশ্রম। এমন সব সফল মানুষের গল্প নিয়ে শুনুন রেডিও সৈকতের নিয়মিত অনুষ্ঠান প্রেরণা। শুনতে কান পাতুন ৯৯.০ এফএম এ।
আমাদের সাথেই থাকুন