সন্তান হারানোর শোক বুকে নিয়ে, ধীরে ধীরে শক্তি সঞ্চার করে “আফরিন সুমী” হয়ে উঠছেন একজন সফল নারী উদ্দোক্তা।

0
1082
ঘরোয়া স্বাদ বাই আফরিন সুমী পেইজের স্বত্বাধিকারী-আফরিন সুমী। তার বড় ছেলে, কক্সবাজার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সায়ান চেীধুরী ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়। সায়ানের ক্যানসার চিকিৎসা সম্পূর্ণ শেষ হলেও নির্ধারিত ভাগ্য খন্ডন তো মানুষের এখতিয়ারে নেই। তাই ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি তার আদরের বড় সন্তান সায়ান ইহলোক ত্যাগ করে।
আর সেই থেকে তার উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরু। পরিবারের ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় একটু স্বাবলম্বিতার সন্ধানে এবং সন্তানের শোক কাটাতে একটু ব্যস্ত থাকার আশায় তিনি এই পথে আসেন। দেখতে দেখতে সময় গড়িয়ে যাচ্ছে, মানুষ তার প্রতি আশ্বস্ত হচ্ছে এবং তার ক্রেতা চাহিদা বেড়েই চলেছে।
এককথায় দেশী, বিদেশী সব ধরনের খাবার তার পেইজ ঘরোয়া স্বাদ বাই আফরিন সুমি পেইজে পাওয়া যায়। স্বজনদের আন্তরিক সহযোগিতায় এই কঠিন কাজ তিনি করতে সমর্থ হন বলে জানিয়েছেন।
বন্ধুরা, জীবনে চড়াই-উঁতরাই থাকে, কিন্তু থেমে যাওয়া চলবে না। আজকের উদ্যোক্তা আফরিন সুমীর জীবন কথন আমাদের অনুপ্রেরণার উৎস হোক।
Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here