জীবনে সফলতা বয়ে আনার জন্য সময়ানুবতির্তার ভূমিকা অপরিহার্য। সময়ের যথাযথ গুরত্ব দিলে জীবন সার্থক ও সুন্দর হয়। জীবন ছোট কিন্তু কাজের পরিধি ব্যাপক। তাই সময়ের গুরুত্বকে উপলব্ধি করে মানুষকে যথাযথভাবে সময়কে কাজে লাগাতে হবে। রেডিও সৈকতের শিক্ষাঙ্গন অনুষ্ঠানের জন্য আমরা গিয়েছিলাম কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে। কথা বলি এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সোহেল ইকবালের সাথে। তিনি বলেন, “মানুষের জীবনে যাবতীয় গুরুত্বপূর্ন কাজ সময়ের উপর নির্ভর করে। আর এ অভ্যাস ছাত্রজীবনেই গড়ে তুলতে হয়। সময়ের সদ্ব্যবহার যে করতে জানে না, সে কোনো কিছুতে কৃতকার্য হয়না। ব্যর্থতা যেন তাদের পিছু ছাড়ে না। এছাড়াও তিনি পদ্মা সেতুর কথা তুলে ধরে বলেন, “দেশের দক্ষিনাঞ্চল এবং উত্তরাঞ্চলের মানুষদের ঘন্টার পর ঘন্টা ফেরিতে বসে থেকে সময়ের যে অপচয় হয়েছে পদ্মা সেতু হওয়াতে এবার সে সময়ের যথাযথ মূল্যয়ন হবে”। সময়ানুবর্তিতার গুরুত্ব সর্ম্পকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাসুদা মোর্শেদা আইভি বলেন, “একটি দেশের মানুষ সময় সর্ম্পকে কতটা সচেতন এর উপর নির্ভর করে সে দেশের অগ্রগতি। পৃথিবীতে যে জাতি যত বেশি সময়নিষ্ঠ সে জাতি তত বেশি উন্নত। পরিশ্রমী হলেও সময়নিষ্ঠ হওয়া একান্ত দরকার।” তিনি আরো বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ের প্রতি গুরুত্ব দিয়ে সময় মতো করোনা টিকার ব্যবস্থা করেছেন বলে করোনা ভাইরাস ঠেকানো সম্ভব হয়েছে।” এভাবেই সময়ের প্রতি যতœশীল হয়ে আমরা জীবনে সফলতা অর্জন করবো এই প্রত্যাশা রেডিও সৈকতের।