সামাজিক কর্মকান্ডে অবদান রাখছে কক্সবাজারের তরুণরা

0
699

তরুণ এবং তারুণ্যের ভাষা ভিন্ন। তারুণ্যের কোনো সীমাবদ্ধতা নেই, নেই বয়স। তরুণ বয়সে মানুষ সবচেয়ে বেশি, প্রগতিশীল এবং সচেতন থাকে। আমাদের ইতিহাসে তরুণরাই সবসময় সাম্যের গান গেয়ে এসেছে এবং তারুণ্যই প্রতিবাদের ভাষা হয়েছে। সমাজের প্রতি তরুণরা অনেক বেশি সহানুভ‚তিশীল।
সারা দেশের মতো আমাদের কক্সবাজারের তরুণরাও সমাজে অনেক অবদান রেখেছে। তরুণ সমাজের ভাবনা নিয়ে কথা বলেন আশরাফুর আলম।
তরুণেরা অনেক কিছু পারে এবং অনেক কিছু করবে। ওদের আমাদের কাছে চাওয়া অতি সামান্য। সেটা নিশ্চয় আমরা ওদের দিতে পারি এমনটাই বলেন অভিভাবকরা।
সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন আমরা তরুণদের অনেক ভালো ভালো কাজ কাছে থেকে দেখতে পাচ্ছি। কোনো অসুস্থ বন্ধুর জন্য সারা দিন রাস্তায় রাস্তায় টাকা তোলা থেকে শুরু করে চাওয়ামাত্রই একেবারে কোনো অচেনা কাউকে রক্ত দেওয়া। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। প্রযুক্তিবিশ্বে তাক লাগানো কিছু করা। অনেক খারাপ সংবাদের মাঝে প্রতিদিন তরুণ সমাজের কোনো না কোনো ভালো কাজ দেখে আশায় গর্বে বুকটা ভরে যায় বলে জানান শিক্ষক ইয়াসিন আরাফাত।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here