স্কুল খুলে দেয়ায় প্রাণ-চাঞ্চল্য ফিরে এসেছে শিক্ষক, অভিভাবক ও শিক্ষাথীদের মাঝে

0
588

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ রাখতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল এর অবস্থা নাজুক হয়েছিলো। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের দারুন ক্ষতি সাধিত হয়েছে। অনেক শিক্ষার্থী ঝরে পড়ে কেউবা শ্রম পেশায় যুক্ত হয়। অনেক শিক্ষার্থী আসক্ত হয়ে পড়েছে মোবাইল ও ইন্টারনেটের প্রতি। মনোযোগ হারাচ্ছে এবং পড়াশোনাও ব্যাপক ক্ষতি হচ্ছে। কিন্তু স্কুল খুলে দেওয়ায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষাথীরা যেন সবাই স্বস্তি ফিরে পেয়েছে। শিক্ষকরা শিক্ষার্থীদের শিক্ষন ঘাটতি পূরন করার চেষ্টা করছে। পড়ায় শিক্ষার্থীদের মনোযোগ বাড়ানোর চেষ্টা করছে। অভিভাবকরাও ভীষণ খুশি স্কুল খোলার কারণে। শিক্ষাঙ্গন অনুষ্ঠানের জন্য রেডিও সৈকতের পক্ষ থেকে গিয়েছিলাম প্রিপার‌্যাটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নেসা বেগম এর সাথে কথা হয়েছিলো। তিনি শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরনের উপায় সম্পর্কিত এবং তরুন প্রজন্মের পড়াশোনোয় মনোযোগ বাড়ানোর জন্য গুরত্বপূর্ণ পরামর্শ দেন রেডিও সৈকতকে।

Spread the love

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here