নাজিরারটেক শুটকি পল্লীতে শিশুশ্রমে যুক্ত হতে হয় অনেক শিশুকে
শিশু মানেই চঞ্চলতা, হাসি, দুরন্তপনা, দস্যিপনা। শিশু মানেই অকারন হাসি, অকারন কান্না। শিশুর উপস্থিতি থাকবে, অথচ হৈচৈ থাকবেনা, দুষ্টুমির অতাচার থাকবেনা এটা ভাবা যায়না, এমনটা চাওয়াও উচিত না। শিশুর শৈশব এমনই দুরন্ত ও আনন্দের হওয়া দরকার। কিন্তু আমাদের অক্ষমতা ও দুর্ভাগ্য এই যে, সকল শিশু আনন্দের শৈশব পায়না। এই সময়েই দুষ্টুমি, হাসি-খেলা বাদ দিয়ে অনেক […]