কম মূলধনে অধিক ফলন, মরিচ চাষে ঝুঁকছেন খুরুশকুলের পেচাঁরঘোনার কৃষাণীরা
খুরুশকুল পেচারঁঘোনার একটু পশ্চিমে গেলেই দেখা যায় সবুজের সমারোহ। মাঠ জুড়ে রয়েছে বিভিন্ন ধরণের ফসলের খুনসুটি। আমদের দেশে কৃষক বললে সাধারণত মাথায় আসে পুরুষের কথা কিন্তু পেচারঁঘোনার কৃষকদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। সে এলাকায় অধিকাংশ নারীরা বিভিন্ন রকম সবজি চাষ করে সংসারের হাল ধরেছেন। বিভিন্ন রকম সবজির মধ্যে রয়েছে যেমন- টমেটো, মরিচ, ঢ়েডস, ভুট্টা, […]