রামুস্থ ইনস্টিটিউট অব মিউজিকে রেডিও সৈকতের শ্রোতাক্লাব গঠন
রামুর ইনস্টিটিউট অব মিউজিকের কিশোরী প্রশিক্ষণার্থীদের নিয়ে একটি কিশোরী শ্রোতাক্লাব এবং প্রশিক্ষণার্থীদের অভিভাবকদের নিয়ে একটি গৃহিণী শ্রোতাক্লাব গঠন করা হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব মিউজিকের স্বত্বাধিকারী, বিশিষ্ট নাট্যজন এইচ বি পান্থ এবং ইনস্টিটিউট অব মিউজিকের নৃত্য বিভাগের প্রশিক্ষক জয়শ্রী বড়ুয়া। এভাবেই সুস্থ ধারার সংস্কৃতি চর্চা এগিয়ে যাক এই প্রত্যাশা রেডিও সৈকতের।