সম্প্রীতি বৃদ্ধিতে উখিয়া ক্যাম্পে শ্রোতাক্লাব
রেডিও সৈকতের নিয়মিত শ্রোতাক্লাব গঠনের জন্য রেডিও সৈকত উখিয়া উপজেলায় কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় ১ নাম্বার, কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর নারীদের নিয়ে একটি শ্রোতাক্লাব করা হয়, ক্লাবের সদস্য সংখ্যা ১৭ জন। উখিয়াস্থ সকল ক্লাবে রেডিও সৈকত ন্যারোকাস্টিং এর মাধ্যমে ক্লাবের কার্যক্রম পরিচালনা করবে। রেডিও সৈকত জানায়, কিভাবে একে অপরের পাশে থেকে সামাজিক সংহতি বজায় […]