রেডিও সৈকতের প্রসারে পদক্ষেপ

রেডিও সৈকতের শ্রোতাব্যাপ্তি ঘটানোর প্রয়াসে গত ১১ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে আর এম গেষ্ট হাউজ ইমাম হোসেনের দোকানে একটি রেডিও সেট বিতরণ করা হয়। ইমাম হোসেন রেডিও সেট পেয়ে জানান তিনি মাঝেমাঝেই এতদিন মোবাইলের মাধ্যমে রেডিও সৈকতের অনুরোধের গানের আসর শোনেন। তিনি রেডিও সৈকতের কর্মীদের জানান, তিনি এখন থেকে প্রতিদিন দোকানে নিজে রেডিওর অনুষ্ঠান শুনবেন এবং […]