“16 days of Activism against GBV” শিরোনামে “নারীর প্রতি সহিংসতা রোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৬দিনের বিভিন্ন কর্মসূচি চলছে। লিঙ্গভিত্তিক সহিংসতা স্পর্শকাতর একটি বিষয় হলেও বাংলাদেশে এখনো এ নিয়ে সচেতনতার অভাব রয়েছে। প্রতিনিয়ত নারী ও শিশুরা বিভিন্নভাবে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হচ্ছে।
এই পাক্ষিক উদযাপনকে তুলে ধরতে রেডিও সৈকত টিআরফান্ডের সহযোগিতায় উখিয়া পালংখালী উচ্চ বিদ্যালয়ে একটি ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পেইনে স্থানীয় শিল্পীদের নিয়ে একটি মঞ্চনাটকের আয়োজন করা হয় যেখানে গৃহ নির্যাতন ও এর আইনী প্রতিকারের একটি রূপক গল্প তুলে ধরা হয়। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন উখিয়া পালংখালী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক- আবুল হাসান মাহমুদ, মোহাম্মদ ইজহাদ- সহকারী প্রধান শিক্ষক, মুক্তার আহম্মদ- সহকারী শিক্ষক (বাংলা), জসিম উদ্দিন- ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং পালংখালী শ্রোতাক্লাবের সদস্যগণ। ক্যাম্পেইনের সঞ্চালনায় ছিলেন মোহনা কাদের।
মঞ্চ নাটকের স্ক্রিপ্ট থেকে শুরু করে অভিনয় সহ সম্পূর্ণ কাজে অংশ নিয়েছিলেন স্থানীয় শিল্পীরা। রেডিও সৈকতের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পেরে তারা খুব আনন্দিত বলে জানান। যারা নাটকে অভিনয় করেছেন তারা হলেন শিল্পী ছৈয়দুল বশর, সাইফুল ইসলাম, মুস্তাফা, জিসান, মর্জিনা, শিবা এবং নাটকটির চিত্রনাট্য লিখেছেন রেশমি বেগম । রেডিও সৈকতের কো-অর্ডিনেটর গুলফান আরা হুরীর স্বাগত বক্তব্যের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। পালংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, নারীর প্রতি সহিংসতা রোধে আমাদের সবার এগিয়ে আসা উচিত। সচেতনতামূলক প্রচারণা চালানোর মাধ্যমে এটি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। রেডিও সৈকতের নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মঞ্চ নাটকের আয়োজন সময়োপযোগী একটি উদ্যোগ।
এর মাধ্যমে সমাজে সচেতনতা সৃষ্টি হবে এবং নারীর প্রতি সহিংসতা রোধে সবাই উৎসাহী হবে।
নারীর প্রতি সহিংসতা রোধে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা দরকার।
জনসচেতনতায় রেডিও সৈকত ৯৯.০ এফএম।