রেডিও সৈকতের অনুষ্ঠানের মাধ্যমে উপকৃত হচ্ছে কক্সবাজারের বাসিন্দারা
সৈকত রেডিও স্টেশন থেকে একটা রেডিও দেওয়া হয়েছে, দুর্যোগের সময় সিগন্যাল শোনার জন্য এটি খুব প্রয়োজনীয়। দুর্যোগের সময় বিদ্যুৎ থাকেনা, টেলিভিশন চলে না তখন রেডিও খুবই গুরুত্বপূর্ণ। প্রতি মুহূর্তের সিগন্যাল আমরা রেডিওতে পেয়ে থাকি। দুর্যোগের সময় আমরা রেডিওটা গলায় ঝুলিয়ে রাস্তায় দাড়িয়ে সবাই মিলে রেডিও শুনি। এইটাতে নাটক শোনা যায় ,বাচ্চারা ছায়াছবির গান শুনে এইখানে। […]