উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা কৌশিক খান জানিয়েছেন, প্রতিবন্ধীদের জন্য সরকারের পক্ষ থেকে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ বরাদ্দ রয়েছে, যা নগদ অ্যাপের মাধ্যমে সরাসরি প্রদান করা হয়। তবে দুঃখজনকভাবে অনেক উপকারভোগী প্রতারণার শিকার হচ্ছেন।
তিনি বলেন, প্রতারকরা অনেক সময় ফোন করে বা অন্য মাধ্যমে পরিচয় দিয়ে দাবি করেন যে তারা সমাজসেবা অধিদপ্তর থেকে কথা বলছেন। তারা উপকারভোগীদের কাছ থেকে পাসওয়ার্ড বা ওটিপি চেয়ে বলেন, এসব দিলে দ্বিগুণ টাকা পাওয়া যাবে। কিন্তু বাস্তবে পাসওয়ার্ড বা ওটিপি দেওয়ার পর কোনো অতিরিক্ত অর্থ পাওয়া যায় না; বরং নগদ অ্যাকাউন্টে থাকা মূল অর্থও হারিয়ে যায়।
জনাব কৌশিক খান উপকারভোগীদের সতর্ক করে বলেন, নিজে ওটিপি বা পাসওয়ার্ড কোন অবস্থাতে কাউকে দেওয়া যাবে না। কারণ, বৈধ কোনো সংস্থা বা কর্মকর্তা এ ধরনের তথ্য কখনো চাইবেন না।