বিশেষ চাহিদাসম্পন্ন তিন সন্তানের মা সৃজনা পাল অদম্য ভালোবাসা ও ত্যাগের প্রতীক

বিশেষ চাহিদাসম্পন্ন মায়ের জীবনে কষ্টের যেন শেষ নেই। কক্সবাজার উপজেলার ঘুনগাছতলার বাসিন্দা সৃজনা পাল সেই বাস্তবতার এক জ্বলন্ত উদাহরণ। তিন সন্তানের জননী এই নারী ভাগ্যের নির্মম পরিহাসে একাই লড়ে যাচ্ছেন জীবনের কঠিনতম বাস্তবতার সঙ্গে। সৃজনা পালের তিন সন্তানই স্বাভাবিক নয়। প্রথম সন্তানের মানসিক সমস্যা রয়েছে, আর দুই ছেলে-মেয়ের বয়স ত্রিশ বছর পেরিয়ে গেলেও তাদের মানসিক […]