অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি বলেন, “আন্তর্জাতিক শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রবাসী কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করা জরুরি।”
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক ড. এটিএম মাহবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব এবং কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
আলোচনা শেষে মৃত প্রবাসী কর্মীর পরিবার, প্রবাসীদের চিকিৎসা ও জীবন বীমা সুবিধা এবং মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তিসহ ২৩ জন প্রবাসী কর্মীর সদস্যদের মাঝে মোট এক কোটি চৌদ্দ লাখ পঁইত্রিশ হাজার দুইশত বত্রিশ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।