প্রতিদিন বেঁচে থাকার সংগ্রামে আরিফকে ভিক্ষা করতে হয়। আশেপাশের দোকানপাট বা হোটেল থেকে খাবার খুঁজে এনে দিন চলে যায় তার। মানুষের কাছে হাত পেতে যা পায়, তাই দিয়েই ক্ষুধা নিবারণ করতে হয়। রাস্তায় জীবনযাপনের কারণে নানা সমস্যার মধ্যে পড়তে হয় তাকে।
বন্ধুরা, শিশুদের জীবন, স্বপ্ন আর সম্ভাবনার নানা দিক নিয়ে শুনুন রেডিও সৈকত ৯৯.০ এফএম-এর বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান “দূরন্ত”।