দিবসটি উপলক্ষে দেশব্যাপী নেওয়া হয়েছে নানা কর্মসূচি। এরই অংশ হিসেবে কক্সবাজারে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চালক, পথচারী ও যাত্রী সবার সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি পরিহার এবং নিরাপদ যানবাহন ব্যবহারের মাধ্যমেই সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
প্রতিবছর দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাজারো মানুষ। তাই শুধু দিবস পালন নয়, সড়ককে নিরাপদ করতে প্রতিদিনের চর্চায় থাকতে হবে দায়িত্বশীল আচরণ ও সচেতনতা। নিজে সচেতন হলে এবং অন্যকে সচেতন করলে গড়ে উঠবে নিরাপদ বাংলাদেশ।