আজ টিয়ারফান্ড আন্তর্জাতিক সংস্থার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল কক্সবাজারের রেডিও সৈকত স্টেশনটি আনুষ্ঠানিকভাবে পরিদর্শন করেন। প্রতিনিধি দলে ছিলেন: মি. ক্লারেন্স সুতারশন সুকুনাদাস, কান্ট্রি ডিরেক্টর, টিয়ারফান্ড, বাংলাদেশ; মিস হেলেন ডে ভেন, হেড অফ পলিসি অ্যান্ড প্রোগ্রাম ডেভেলপমেন্ট; মি. সঞ্জীব ভাঞ্জা, ইমার্জেন্সি রোভিং লিড – এশিয়া; মি. জেমস রানা বাইদ্য, ক্রাইসিস টু রেজিলিয়েন্স রিজিওনাল অ্যাডভাইজর – এশিয়া।
সফরটি আয়োজন ও সহায়তা করেন মি. সনৎ কুমার ভৌমিক, উপ-নির্বাহী পরিচালক, কোস্ট ফাউন্ডেশন।
পরিদর্শনকালে প্রতিনিধি দল রেডিও সৈকতের কার্যক্রম পরিচালনার পদ্ধতি, কমিউনিটি-ভিত্তিক সম্প্রচার উদ্যোগ, শ্রোতাদের সম্পৃক্তকরণের পদ্ধতি, এবং জরুরি অবস্থায় তথ্য আদান–প্রদানে এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।