আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, বাংলাদেশ ইসলামী ব্যাংকের প্রতিনিধি, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা এবং কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, “আমাদের দেশে বর্তমানে কর্মক্ষম জনশক্তির সংখ্যা অনেক বেশি। এই জনশক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে তা দেশের জন্য বোঝা নয়, বরং এক বিশাল সম্পদে পরিণত হবে।” তিনি অভিবাসীদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “বিদেশে যেতে ইচ্ছুকদের আইসিটি, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে দক্ষতা থাকলে তারা আন্তর্জাতিক পরিসরে ভালো সুযোগ সৃষ্টি করতে পারবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”